ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাইজদীতে বুক-পেট জোড়া লাগা যমজ শিশুর জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মে ৩০, ২০২২
মাইজদীতে বুক-পেট জোড়া লাগা যমজ শিশুর জন্ম

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে শারমিন আক্তার নামে এক প্রসূতি নারী বুক ও পেট জোড়া লাগা যমজ শিশুর জন্ম দিয়েছেন।

শনিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদীর মা ও শিশু হাসপাতালের ওই দু’টি শিশুর জন্ম দেন তিনি।

শারমিন আক্তারের সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজীরখিল গ্রামের নুরুল আমিনের স্ত্রী। বর্তমানে যমজ শিশুরা এবং শারমিন মাইজদীর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যমজ নবজাতক শিশুদের দাদা মো. মিজানুর রহমান বলেন, জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দু’জনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। আমাদের পরিবারের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো সম্ভব না। আমি সরকার ও সমাজের উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করছি।

ডা. শাহানারা আক্তার লিপি বলেন, এ যমজ নবজাতক দু’টিকে উন্নত চিকিৎসা দিতে ঢাকায় নেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ