ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রাথমিক শিক্ষকদের মাতৃভাষাভিত্তিক প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ৩০, ২০২২
প্রাথমিক শিক্ষকদের মাতৃভাষাভিত্তিক প্রশিক্ষণ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সহকারী প্রাথমিক শিক্ষকদের পাঁচ দিনব্যাপী মাতৃভাষাভিত্তিক (ককবরক) প্রশিক্ষক কর্মশালা সমাপ্ত হয়েছে।

সোমবার (৩০ মে) সকালে উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম।

উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর রিন্টু কুমার চাকমার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভায়ন খীসা, ইউজিবিপি প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর পিন্টু চাকমা।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় এতে ৫ জন প্রশিক্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন।

এতে মোট ২৫ জন শিক্ষক অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীরা মাতৃভাষায় একটি দেয়াল লিখন প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।