ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ত্রিশালে বাসচাপায় নারীসহ ২ বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুন ২, ২০২২
ত্রিশালে বাসচাপায় নারীসহ ২ বাইক আরোহী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাসের চাপায় নারীসহ দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।  

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া এলাকার আইরিন সুলতানা (২৮) ও আবু সিদ্দিক (৩৫)।

 

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে ত্রিশাল বালিপাড়া সড়কের বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আমিন জানান, দুপুরে শালবন পরিবহনের একটি বাস ত্রিশাল যাচ্ছিল। পথে বীররামপুর ভাটিপাড়ায় বিপরীত দিক থেকে আসা বালিপাড়াগামী একটি মোটরসাইকেলকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আইরিন ও আবু সিদ্দিক মারা যান।      

তিনি আরও জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।