ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে বিআরটিএ’তে অভিযান, ৩ দালালকে জেল-জরিমানা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুন ৬, ২০২২
কেরানীগঞ্জে বিআরটিএ’তে অভিযান,  ৩ দালালকে জেল-জরিমানা 

কেরানীগঞ্জ (ঢাকা): বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে জেল-জরিমানা করেছেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইকুরিয়া কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-১) আয়েশা আক্তার।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাহাদাৎ হোসেনকে (২৬) সাতদিন এবং মো. রানাকে (২৮) ১৫ দিন করে কারাদণ্ড দেন আদালত। অপর দালাল জিসানকে (২২) পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তিন দালালকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে। দালাল চক্রটি বিআরটিএ অফিসে সেবা নিতে আসা মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুন ৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।