ঢাকা, শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাড্ডায় শর্টসার্কিটের আগুনে পুড়লো ১৬ দোকান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ৬, ২০২২
বাড্ডায় শর্টসার্কিটের আগুনে পুড়লো ১৬ দোকান প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনের ঘটনায় ১৬টি দোকান পুড়ে গেছে। সোমবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ডিআইটি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর স্বত্বাধিকারী ১৬ জন। আগুনের ঘটনায় তাদের ১৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দোকানগুলো থেকে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে অগ্নি নির্বাপণে সফল হন ইউনিট সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

রোজিনা বলেন, আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দোকানগুলোয় বিভিন্ন সামগ্রী বিক্রি হতো। জ্বালানি তেল ডিজেলও ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ৬ জুন, ২০২২
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।