ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম রাজু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুন) বেলা ১১টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরিফুল ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী মণ্ডলের ছেলে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবেদ আলী বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে বাড়ির পাশের মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পেছনে বিদ্যুৎচালিত সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ খুলতে যায় রাজু। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলে থাকে সে। এক পর্যায়ে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষের বাইরে বেরিয়ে তাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে এসে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে তাকে নিচে নামায়। পরে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তামবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ১১, ২০২২
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।