ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ১২, ২০২২
কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

বাগেরহাট:বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সোহরাব হাওলাদার (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

রোববার (১২ জুন) সকাল ১১টায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

এতে মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের বাসিন্দা।  

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, সকালে  কচুয়া উপজেলার যশোরদি নামক স্থানে একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক সোহরাব মারা যান। এসময় মোটরসাইকেলের আরোহীও আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে  মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আহত ব্যক্তিকে হাপসাতালে নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ভ্যান ও মোটরসাইকেলটি। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুন ১২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।