ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০২২
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ফেনী: মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়তে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা করেছে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৩ জুন) সকালে ফেনী সার্কিট হাউসে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ড. মো. মঞ্জুরুল ইসলাম।  

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারী। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফ।  

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক বিকাশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার চেষ্টা করতে হবে।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এ জনপদে মাদক প্রবণতা, সম্ভাব্য করণীয় বিষয়ে কর্মশালায় সুপারিশ করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রচলিত মাদকের কোনটিই বাংলাদেশে তৈরি হয় না। উপকরণগুলো পাচার হয়ে আসছে। মাদকের চাহিদা না থাকলে সরবরাহ কমবে। তাই মাদক থেকে দুরে রাখতে প্রয়োজন সম্মিলিত কাজ। যেখানে পরিবার, সমাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরকে একযোগে কাজ করতে হবে।

সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন বলেন, মাদকাসক্তের পুনর্বাসনের চেয়ে মাদকাসক্ত হয়ে না পড়ে তাতে জোর দিতে হবে। সামাজিক সচেনতার পূর্বে পরিবারের ভূমিকা নিশ্চিত করতে হবে।

স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক ড. মো. মঞ্জুরুল ইসলাম বলেন, সন্তানকে ভালোবাসুন, তার সঙ্গে গভীরভাবে মিশুন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।