ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজৈরে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আরো ১ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
রাজৈরে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আরো ১ জনের মৃত্যু  ফাইল ফটো

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আফনান নামের আরো একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) রাত ১০ টার দিকে ঢাকার স্কয়ার  হাসপাতালে মারা যায় সে।

নিহত আফনান উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে এবং স্থানীয় আল হেরা ইসলামী অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র।  

এর আগে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজৈর উপজেলার শংকরদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয় সে।

জানা গেছে, বুধবার সকালে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শংকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে একটি পুকুর পাড়ে বেলুন বিক্রির জন্য বেলুনে গ্যাস ভরছিলেন ৩ বেলুন বিক্রেতা।  
এ সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ২ বেলুন বিক্রেতার পা উড়ে যায় ও ঘটনাস্থলে থাকা আরো ১ বেলুন বিক্রেতাসহ আফনান নামের এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এর মধ্যে আহত এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়। পরে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আফনানকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।  

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর হোসেন জানান,সকালে ঘটনাস্থলেই একজন মারা গেছে। রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মারা যাওয়ার খবর পেয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত করছি।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।