ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
হাতীবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে আব্দুল মতিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকজন প্রতিবেশীসহ বাড়ির পাশে মাছ ধরতে যান আব্দুল মতিন। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাছ ধরা ছেড়ে বাড়ি ফিরছেলিন তিনি। ফেরার পথে বজ্রপাতের গুরুতর আহত হন আব্দুল মতিন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।