ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মুজিবনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২২
মুজিবনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার যতারপুর গ্রামে আবুল হায়াত মডেল স্কুলের সামনে ট্রাকের ধাক্কায় খোকন মণ্ডল (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কোমরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খোকন ওই গ্রামের ইয়াকুব আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বাংলানিউজকে জানান, খোকন মণ্ডল মোটরসাইকেলযোগে মাঠের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মুজিবনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খোকনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।