ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

উত্তরখান থেকে আইস ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
উত্তরখান থেকে আইস ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঢাকা: রাজধানীর উত্তরখান থেকে ভয়ংকর মাদক আইস ও ইয়াবাসহ রাজিব (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম আইস ও সাতশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুন) বিকেলে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উত্তরখান দোবাদিয়া ব্রিজের পূর্ব পাশ থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি লাল রঙের ব্যাগের ভেতর থেকে ২৫ গ্রাম ভয়ংকর মাদক ‘আইস’ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ছয় লাখ ২৫ হাজার টাকা।  
এছাড়াও তার কাছে থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি আব্দুল মজিদ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।