ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বৃষ্টি থামলেও আতঙ্ক কাটেনি পাহাড়ের বাসিন্দাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ২০, ২০২২
বৃষ্টি থামলেও আতঙ্ক কাটেনি পাহাড়ের বাসিন্দাদের

খাগড়াছড়ি: গত ৪ দিনের টানা বৃষ্টি থাকলেও সোমবার (২০ জুন) বৃষ্টি নেই খাগড়াছড়িতে। তবে আকাশ মেঘলা, যে কোন সময় ফের শুরু হতে পারে বৃষ্টি।

এদিকে বৃষ্টি থামলেও আতঙ্ক কাটেনি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের।

গত কয়েক দিন যাবত বৃষ্টি হওয়ায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় বা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য খাগড়াছড়ি পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। তবে কেউই যায়নি আশ্রয় কেন্দ্রে।

বন্যায় খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ও কবাখালী ইউনিয়নের কয়েকশ’ পরিবার  পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে দীঘিনালার এই দুটি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এলাকার অনেক অভ্যন্তরীণ সড়ক ও শত শত একর ফসলি জমি।

ঘরে পানি উঠায় মেরুং ইউনিয়নে ২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে উঠেছেন ৫০ পরিবার। তাদের খিচুরি বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২০, ২০২২
এডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।