ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মুজিবনগরে ২ ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ২১, ২০২২
মুজিবনগরে ২ ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেহেরপুরের মুজিবনগরে দুই ওষুধ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার হাসপাতাল গেটের সিএম মেডিক্যাল হল ও হামীম ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি জানান,  মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে হামীম ফার্মেসির মালিক হাফিজুর রহমানকে তিন হাজার ও একই অপরাধে সিএম মেডিক্যাল হলের মালিক একেএম কামরুজ্জামানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফার্মেসি দু’টি থেকে  মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে মেহেরপুর স্যানেটারি পরিদর্শক তারিকুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।