ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতির পিতার প্রতি বিএসএমএমইউর শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
জাতির পিতার প্রতি বিএসএমএমইউর শ্রদ্ধা

ঢাকা: আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।  

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।

 
 
এ সময় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, মেট্রোরেল নির্মাণ হচ্ছে, দেশে পাঁচটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে। দেশের সব উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। স্বাধীনতার ধারক হিসেবে আমদের স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখে দিতে হবে।  

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ২৩, ২০২২
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।