ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধন, বান্দরবানে শোভাযাত্রা 

কৌশিক দাশ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন, বান্দরবানে শোভাযাত্রা 

বান্দরবান: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বান্দরবানে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন (শনিবার) সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় রাজারমাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি বান্দরবান শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় ব্যানার ও প্লাক্যার্ড হাতে নিয়ে আওয়ামী লীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ,মহিলা লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ অংশগ্রহণ করেন।

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সকলে।

এ সময় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুন ২৫,২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।