ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুরির অপবাদে ৩ শিশুকে বেঁধে নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ৮, ২০২৪
চুরির অপবাদে ৩ শিশুকে বেঁধে নির্যাতন সংগৃহীত ছবি

কুমিল্লা: চুরির অপবাদে কুমিল্লায় তিন শিশুকে বেঁধে মারধরের পর শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরচাপার চেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে। জেলার লালমাই উপজেলায় ভূলইন দক্ষিণ ইউপির আমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বুধবার (৮ মে) লালমাই থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এক শিশুর মা।  

ভাইরাল হওয়া ৩ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিন শিশুকে মারধর করছেন ভূলইন দক্ষিণ ইউপির ১ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালসহ দুজন। এ সময় মেম্বারের চাচা সামছুল হককেও তাদের মারধর করতে দেখা যায়। এক পর্যায়ে মেম্বার আব্দুল আউয়াল শিশুদের পা ধরে ট্রাক্টরের চাকার সামনে নিয়ে আসেন চাপা দেওয়ার জন্য। চালককে তাদের ওপর দিয়ে চালিয়ে দিতে বলেন। এ সময় তিন শিশু আর্তনাদ করতে থাকে।

অভিযোগ দায়ের করা শিশুর মা বলেন, এ ঘটনায় লালমাই থানায় অভিযোগ দায়ের করেছি।  

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মাহফুজ বলেন, এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সামছুল হককে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।