ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

পদ্মা সেতু নিয়ে কটূক্তি, বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, জুন ২৮, ২০২২
পদ্মা সেতু নিয়ে কটূক্তি, বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী: পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করায় নোয়াখালীতে আবুল কালাম আজাদ (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার আজাদ ওই উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন ২৪ জনু রাতে একটি অনলাইন নিউজপোর্টাল সংবাদ করে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ’ ওই নিউজে আবুল কালাম আজাদ কটূক্তি করে কমেন্টস করেন- ‘আমি মুতি ছবি তলুম। ’  পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা ২৭ জুন সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।  

কটূক্তি করে কমেন্টসের ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ফেইবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে। ’  

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, আপাতত তাকে (আজাদ) ৬৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৯ জুন) সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরে তার নামে আর কী কী অভিযোগ আছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।