ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

পুলিশের ১৫ কর্মকর্তার বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৫, জুন ২৯, ২০২২
পুলিশের ১৫ কর্মকর্তার বদলি

ঢাকা: অতিরিক্ত পুলিশ সুপার আটজন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতজনসহ মোট ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  

মঙ্গলবার (২৮ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, উল্লেখিত কর্মকর্তারা বদলি করা কর্মস্থলে যোগদানের সুবিধার্থে আগামী ০৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ০৬ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে মোতাবেক জারিকৃত ক্রমিক নম্বর-৫ এ বর্ণিত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০২২
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।