ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বৃষ্টিপাত-পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুরমার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
বৃষ্টিপাত-পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুরমার পানি

সুনামগঞ্জ: টানা বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

আর সমান্য পানি বাড়লেই পানি বিপৎসীমা অতিক্রম করবে।

এদিন সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর একই সময়ের ব্যবধানে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ১০ সেন্টিমিটার।

আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলো নতুন করে প্লাবিত হতে দেখা গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন নদীর তীর ও নিচু এলাকার লোকজন।

এদিকে বন্যার পানি ধীর গতিতে কমার কারণে অনেকের ঘর-বাড়ি থেকে পানি নামেনি। ফলে বন্যা আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে পারছেন না। এতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি ও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সুনামগঞ্জ ও মেঘালয়ের পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।