ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১, ২০২২
খিলগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় অটোরিকশার ধাক্কায় আমেনা বিবি (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) ভোরে নন্দিপাড়া ২ নম্বর স্কুল রোডে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাম্মাৎ সোনিয়া পারভীন জানান, পরিবারের সঙ্গে ওই এলাকার হাশেমের বাড়িতে ভাড়া থাকতেন আমেনা বিবি। তার স্বামী মৃত জহির উদ্দিন। ভোরে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন তিনি। বাসার সামনেই রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত তিনি। তাৎক্ষণিকভাবে দূরসম্পর্কের এক নাতি তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সময় স্থানীয়রা অটোরিকশা জব্দ ও এর চালককে আটক করেছে। খবর পেয়ে সকাল ৯টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

নিহতের নাতি মো. সোহাগ হোসেন জানান, এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন আমেনা। ছেলে অনেক বছর আগে মারা গেছেন। বর্তমানে মেয়ে রাশেদা বেগমের বাসায় থাকতেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ০১, ২০২২ 
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।