ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

শান্তিগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জুলাই ৩, ২০২২
শান্তিগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে পুকুরঘাট নিয়ে বিরোধের জেড়ে আপন চাচাতো ভাইয়ের হাতে নাজিবুল নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাজিবুল পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া তকলিবুদ্দিনের ছেলে।

জানা গেছে, সকালে পুকুরঘাটে আসা যাওয়া ও দখল নিয়ে এলাকার আপন চাচাতো ভাই নাজিবুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দুই পরিবারের পুরুষ লোকরা কাথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে এলোপাতাড়ি রামদার আঘাতে নাজিবুল নামে এই যুবক গুরুতর আহত হন।  

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।