ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জুলাই ৪, ২০২২
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু  বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজেন্দ্র রবিদাস (৪০) নামে এক দিনমজুর মারা গেছেন।  

সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের দক্ষিন রাজশাহিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

মৃত রাজেন্দ্র রবিদাস স্থানীয় বিরুনীয়া মোড় জুগিপাড়া এলাকার হাটিমুল রবিদাসের ছেলে।  

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. কামরুজ্জামান।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রাজেন্দ্র রবিদাস ৪০০ টাকা চুক্তিতে দক্ষিণ ধীতপুর রাজশাহিপাড়া এলাকায় সুরুজ বাঙ্গালীর কড়ই গাছের ডাল কাটতে যান।   এ সময় গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিদাস।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘন্টা, জুলাই ০২, ২০২২
ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।