ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

উত্তরায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
উত্তরায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা: রাজধানীর উত্তরায় ৮ নং রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে রেলওয়ে থানা পুলিশ। অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে রাখা সেগুলো সরিয়ে দিচ্ছে রেল পুলিশ।

 

উত্তরা ৮ নম্বর রেল গেট থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিমানবন্দর দিকে যাচ্ছে রেলওয়ে পুলিশ। এর মাঝে যতইগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে দিচ্ছে বুলডোজারের মাধ্যমে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে উত্তরা এলাকার রেললাইনে পাশে রেলের জায়গা দখল করে ঘর, ছোট দোকানসহ নানা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর মধ্যে উত্তরা পাবলিক  কলেজের কিছু অংশও রয়েছে।  

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান উত্তরা ৮ নং রেলগেট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এখনো অভিযান চলমান আছে। বিমানবন্দর রেলস্টেশন দিকে যাওয়া হচ্ছে। রেলওয়ে থানা পুলিশের পাশাপাশি এ অভিযানের সহযোগিতা করছে ডিএমপি পুলিশ। রেলের জায়গায় দখল করে রাখা উত্তরা পাবলিক স্কুলের কিছু বাইরের দিকের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ০৫ জুলাই, ২০২২
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।