ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ-শিশুসহ আটক ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জুলাই ৫, ২০২২
মহেশপুর সীমান্তে নারী-পুরুষ-শিশুসহ আটক ২০

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাটিলা গ্রাম থেকে ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকদের মধ্যে পাঁচ পুরুষ, সাত নারী ও আট শিশু রয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

আটকরা হলেন- ফরিদপুর জেলার ধোপাকেট গ্রামের সত্য রঞ্জন মণ্ডল (৪৪), পায়েল মণ্ডল (২০), অনামিকা মণ্ডল (২০); বরিশাল জেলার কাফিলা গ্রামের রিপা মৃধা (৩০), আনিছা খাতুন (১২), হামজা ইসলাম (৭), সুখি আক্তার (২৫), নুসরাত জাহান (৬), নাজেয়া খাতুন (৩); ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডুর জোড়াদাহ গ্রামের রত্নারাণী পাল (২৪), শ্যামল কুমার পাল (৩৪), দিপিকা (৮), দুর্জয় পাল (২), চন্দনা রাণী পাল (৩২), শিখা রাণী (১৫), বিজয় পাল (৮), অতুল পাল (৫৫); খুলনা জেলার পারহাজী গ্রামের অহিদুল মৃধা (৩৮), সোহাগী মৃধা (২৮) ও বাগেরহাট জেলার মোল্লারহাট গোলবাড়ী গ্রামের পরিমল বিশ্বাস (৭০)।  

তসলিম মো. তারেক জানান, আটক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।