ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে কোথায় কখন ঈদের জামাত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
খাগড়াছড়িতে কোথায় কখন ঈদের জামাত  বাংলানিউজ ফাইল ছবি

খাগড়াছড়ি: সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও ঈদগা পরিচালনা কমিটি। করোনা রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করা হবে।

জেলা প্রসাশন সূত্রে জানা গেছে, খাগড়াছড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খাগড়াছড়ি ঈদগা মাঠে। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ঈদগা মাঠে জামাত আয়োজন করা সম্ভব না হলে তাৎক্ষণিকভাবে তা কেন্দ্রীয় শাহী জামে মসজিদে একই সময়ে অনুষ্ঠিত হবে।  

কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত বায়তুশ শরফ জামে মসজিদ, এপিবিএন জামে মসজিদ, খাগড়াছড়ি কারাগার জামে মসজিদ, ৭টা ৪৫ মিনিটে সদর উপজেলা জামে মসজিদ, কদমতলী জামে মসজিদ, সকাল ৮টায় হাসপাতাল গেট জামে মসজিদ, পুরাতন পুলিশ লাইন জামে মসজিদ, বায়তুর নুর জামে মসজিদ, ৮টা ২৫ মিনিটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদ ও সকাল সাড়ে ৮টায় জনস্বাস্থ্য প্রকৌশল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সরকারি নির্দেশনার আলোকে মসজিদে ঈদের জামাত আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণু নাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে এবং মুসল্লিগন স্ব স্ব জায়নামাজ সঙ্গে নিয়ে আসবেন।

করোনা সংক্রমণ রোধ নিশ্চিত করতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।