ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চা দোকানে তর্কে জড়িয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
চা দোকানে তর্কে জড়িয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা 

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে চা দোকানে তুচ্ছ ঘটনায় সৃষ্ট ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শান্ত নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

শনিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার নূরপুর গ্রামে মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে।  

নিহত শান্ত নূরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। অভিযুক্ত সাজিদ একই গ্রামের জসিম মিয়ার ছেলে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে নূরপুর গ্রামের মসজিদ মার্কেটে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে তর্কে জড়ান আমেরিকান প্রবাসী সাজিদ ও শান্ত। একপর্যায়ে তর্ক থেকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় সাজিদ ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা বিদেশি চাকু দিয়ে শান্তসহ আরও চারজনকে আহত করে৷ আহত অবস্থায় তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।