ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় ব্যাংকের দ্বিতীয় তলায় অভ্যন্তরে ভুলবশত চালু করে রেখে যাওয়া ফ্যান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যাংকের দায়িত্বরত পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে তা নেভাতে শুরু করেন। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ইউনিটের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের কর্মকর্তা হামিদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। ভেতরে কেউ হয়তো একটা ফ্যান চালু করে রেখে গিয়েছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত। এতে কিছু কাগজপত্র পুড়ে গেছে। ফ্যানটি যেখানে পড়েছে সেই কম্পিউটারটি বন্ধ থাকলেও এতে বিদ্যুৎ সংযোগ চালু ছিল। এতে একটি চেয়ারও পুড়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।