ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলায় ট্রেন দুর্ঘটনায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১ টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ও মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের ৪ টি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর বিকাল ৬টায় পুনরায় এ রেল পথে ট্রেন চলাচল শুরু হয়।

মুকুন্দপুর রেল স্টেশনের মাস্টার সাইফুল ইসলামও এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, ১২ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।