ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

আটঘরিয়ায় পাট ক্ষেতে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
আটঘরিয়ায় পাট ক্ষেতে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের একটি পাট ক্ষেতের আইল থেকে আলম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, সকালে আলম বিশ্বাস কাজ করার উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে পাট ক্ষেতের আইলে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করেন।  

মরদেহের পাশে পরিত্যক্ত অবস্থায় কিছু ঘুমের ওষুধ পড়েছিল বলে জানান তিনি। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।  

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।