ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যায় গার্মেন্টসকর্মীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
শীতলক্ষ্যায় গার্মেন্টসকর্মীর মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মিরাজ (১৮) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সদর উপজেলার গোগনগর ইউনিয়নের কয়লাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরাজ সদর উপজেলার গোগনগর ইউনয়নের শহীদনগর এলাকার মো. আব্দুল খায়েরের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বুধবার (১৩ জুলাই) বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে গিয়েছিল মিরাজ। নিখোঁজ মিরাজের সন্ধানে বুধবার দুপুর থেকে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বৃহস্পতিবার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।