ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে রাত ৮টার পর দোকানপাট বন্ধে হার্ড লাইনে জেলা প্রশাসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
সিলেটে রাত ৮টার পর দোকানপাট বন্ধে হার্ড লাইনে জেলা প্রশাসন

সিলেট: বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে ন্যায় সিলেটেও রাত ৮টার পর দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধ রাখতে হার্ড লাইনে যায় জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে সিলেটে মনিটরিংয়ে নামেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

সেই সঙ্গে জেলা প্রশাসনের একাধিক টিম সরকারের নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেয়।

অভিযানিক দল রাত ৮টার পরপরই নগরের জিন্দাবাজারের বিভিন্ন বিপণিবিতান, দোকানপাট বন্ধে নির্দেশনা প্রতিপালনে ব্যবসায়ীদের সচেতন করে।

এ সময় নগরের জিন্দাবাজারে ব্লু-ওয়াটার শপিং সেন্টার, সিটি সেন্টার, লন্ডন ম্যানশন, কাঁকলি শপিং সেন্টার, কানিজ প্লাজাসহ বিভিন্ন মার্কেট, রাস্তার পাশে খোলা থাকা দোকানপাটে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে হাজির হয় অভিযানিক দল। প্রথম দিনের অভিযানে তারা ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

সরেজমিন দেখা যায়, রাত ৮টার পরও সরকারি নির্দেশনা না মেনে অনেকে দোকানপাট খোলা রেখেছেন। বিপণিবিতান, মার্কেটগুলোতে এসি চালিয়ে প্রয়োজনের অতিরিক্ত মার্কার লাইট জ্বালিয়ে দোকানীরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। অভিযানিক দলের উপস্থিতি দেখে অনেকে তড়িঘড়ি করে দোকান বন্ধে উদ্যোগী হন। অনেক মার্কেটে সামনের কলাবসিবল গেট লাগিয়ে ভেতরে আলো জ্বালিয়ে ব্যবসায়ীরা অবস্থান করছিলেন। জেলা প্রশাসনের অভিযানিক টিম তাৎক্ষণিক তাদের দোকান বন্ধের নির্দেশ দেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সাংবাদিকদের বলেন, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। সারাদিন মাইকিং করিয়েছি। ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাত ৮টার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩টি টিম অভিযানে নেমেছেন। তিনি নিজেও মনিটরিংয়ে নেমেছেন। এসে দেখেছেন ব্যবসায়ীরা স্ব-প্রণোদিত হয়েই দোকানপাট বন্ধ করেছেন।

তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে ৮টার পর দোকানপাট, শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জয়নাল আবেদীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইশফাকুল কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান, আহসানুল আলম উপস্থিত ছিলেন।

এদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর সরকারি নির্দেশনা মেনে দোকানপাট বন্ধ রাখতে দিনভর মাইকিং করানো হয়েছে। একই ভাবে উপজেলা সদরগুলোতেও মাইকিং করানো হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়ীরা সরকারি নির্দেশ মানছেন কিনা, তা দেখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ৩টি মনিটরিং নগর এলাকা চষে বেড়িয়েছে। এছাড়া উপজেলা পর্যায়েও নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডরা বিষয়টি তদারকি করছেন। কেউ যদি সরকারের নির্দেশনা অমান্য করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।