ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিকিট না পেয়ে রেললাইন অবরোধ, ৩ ঘণ্টা পর ছাড়ল ট্রেন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
টিকিট না পেয়ে রেললাইন অবরোধ, ৩ ঘণ্টা পর ছাড়ল ট্রেন 

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণ করতে হাজার হাজার শিক্ষার্থীকে রাজশাহী যেতে হবে।

 রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে রাজশাহীর টিকিট না পেয়ে ছাত্ররা ও কিছু সাধারণ যাত্রীরা রেললাইনে বসে অবস্থান ধর্মঘট করেন। এই সময় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবারে (২০ জুলাই) সকাল পৌনে নয়টার দিকে গত ২৪ তারিখের রাজশাহীর কোনো টিকিট না পেয়ে থেমে থাকা নীল সাগর নামে একটি ট্রেনের সামনে তারা অবস্থান নেন। অবস্থান কর্মসূচি চলে বেলা ১২টা ২০ পর্যন্ত।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানবন্দর রেলস্টেশনের টিকিট কাউন্টারে আগামী ২৪ জুলাইয়ের রাজশাহীর ট্রেনের টিকিট না পেয়ে সাধারণ যাত্রী ও কিছু ছাত্র স্টেশনের পাশেই নীলসাগর ট্রেনের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ তাদের টিকিট দেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে তারা ১২টা ২০ মিনিটে ট্রেনের সামনে থেকে সরে যান।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২০ জুলাই, ২০২২
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।