ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-কুয়াকাটা মহাসড়‌কে মিনিবাস-অটোরিকশা সংঘ‌র্ষ, নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
ঢাকা-কুয়াকাটা মহাসড়‌কে মিনিবাস-অটোরিকশা সংঘ‌র্ষ, নিহত ৪

বরিশাল: ঢাকা-কুয়াকাটা মহাসড়‌কের ব‌রিশা‌লের বাকেরগঞ্জে মিনিবাস ও ব‌্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশার সংর্ঘষে নারীসহ চার যাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

তাদের আশঙ্কাজনক অবস্থায় ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

বুধবার (জুলাই ২০) দুপু‌রে বা‌কেরগ‌ঞ্জের হ‌্যা‌লিপ‌্যাড সংলগ্ন সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউ‌দ্দিন মিলন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, যাত্রীবাহী একটি মিনিবাস পটুয়াখালী থে‌কে ব‌রিশা‌লের দি‌কে যা‌চ্ছিল। পথে বিপরীত ‌দিক থেকে আসা ব‌্যাটা‌রিচা‌লিত এক‌টি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই এক নারীসহ চারজ‌ন নিহত হয়। এসময় আহত হয় এক শিশুসহ তিনজন। তা‌দের ব‌রিশা‌ল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় মহাসড়‌কে কিছু সম‌য়ে‌র জন‌্য যান চলাচ‌লে ব‌্যাঘাত ঘট‌লেও বর্তমা‌নে যান চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, সংঘ‌র্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে‌ গি‌য়ে‌ছে।  

প্রত‌্যক্ষদর্শী মা‌নিক মিয়া ব‌লেন, বাস‌টি হঠাৎ ক‌রে ডান দি‌কে চ‌লে গেলে অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। আমরা বা‌সের পেছ‌নে থাকা এক‌টি অটোরিকশায় ছিলাম। তারপর আমি আর আমার ছে‌লে অটোরিকশা  থে‌কে ‌নে‌মে সাতজন‌কে হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছি। যারা আহত তা‌দের অবস্থাও আশঙ্কাজনক।  

বাকেরগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল ব‌লেন, ঘটনাস্থ‌লে চারজন নিহত হ‌য়ে‌ছে। বা‌কি তিনজনকে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। তবে এখ‌নো আহত ও নিহত‌দের নাম প‌রিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।