ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

পরিবারের ৪ জনকে অচেতন করে সর্বস্ব লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
পরিবারের ৪ জনকে অচেতন করে সর্বস্ব লুট

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে চেতনানাশক ওষুধ দিয়ে পরিবারের সবাইকে অচেতন করে ঘরের জালানা ভেঙে ঘরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে অজ্ঞান পাটির সদস্যরা।  

বুধবার (২০ জুলাই) দুপুরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল
কলেজ (শেবাচিম)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যরা হলেন- উপজেলার খানপুরা এলাকার সোহাগ সরদার (৩৬), তার স্ত্রী আসমা বেগম (৩০), কন্যা সোহানা (১২) ও ছেলে আরমান (৮)।

এর আগে মঙ্গলবার দিনগত গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার খানপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার জানান, রাতে পরিবারের চার সদস্য ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে।

পরে ঘরে থাকা ১ লাখ ২৫ হাজার টাকা ও দুই ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে গেছে।

স্থানীয়রা বাড়ির বুধবার দুপুরের পরও   কারো  সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। প্রতিবেশিরাই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওসি বলেন, দুর্বৃত্তদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে মেডিক্যাল অফিসার বাংলানিউজকে জানান, আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোর্স সম্পন্ন হলে তারা সুস্থ হয়ে যাবেন।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।