ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকমান মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলা সদর উপজেলার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে।

লোকমান রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর গ্রামের জাহের মিয়ার ছেলে।  

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে লোকমান পার্শ্ববর্তী ভোলাচং গ্রামে সেলিম মিয়ার বাড়ির বৈদ্যুতিক সংযোগ স্থাপনে বিদ্যুতের খুঁটিতে ওঠেন। এ সময় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্তে সরজমিন পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।