ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে বাস-ট্রাক-মিনিবাস সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
মানিকগঞ্জে বাস-ট্রাক-মিনিবাস সংঘর্ষে আহত ১৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় বাস, ট্রাক এবং মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।  

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে তারা সীমা গার্মেন্টস এর শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ওই বাসটি খাদে পড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।  

গোলড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, সকালে সেকেন্ড গোলড়া এলাকায় বাস, ট্রাক ও মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি। দুর্ঘটনার পর সব গাড়ির চালকরা পালিয়ে গেছে। গাড়িগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।