ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকায় আসতে আগ্রহী চীনা পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
ঢাকায় আসতে আগ্রহী চীনা পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

ঢাকা: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আগামী ৫-৬ আগস্ট ঢাকা সফর করতে চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনের পক্ষ থেকে এ সফরের প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি মিং ২৪ জুলাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ওয়াই ইয়ের সফরের প্রস্তাব দেন। তিনি জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান দেশগুলোতে সফর শেষে ঢাকা আসতে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে ড. মোমেন সে সময় আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়ায় থাকবেন। তাই সফর একদিন পেছানোর অনুরোধ করা হয়েছে। এখন চীন রাজী হলে এ সফর চূড়ান্ত হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ জানুয়ারি ঢাকার বিমানবন্দরে ৭ ঘণ্টা যাত্রা বিরতি করেছিলেন চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।