ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুরি যাওয়া ভ্যান কিনে বিপদে ক্রেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
চুরি যাওয়া ভ্যান কিনে বিপদে ক্রেতা

মাগুরা: মাগুরার মহম্মদপুর সদর উপজেলা থেকে চুরি যাওয়া ভ্যানসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- ঘুল্লিয়া বানিয়াপাড়ার মৃত আফসার শেখের ছেলে জিল্লুর রহমান (৩৬) ও কালুকান্দি গ্রামের হারুন শিকদারের ছেলে শাহ আলম শিকদার (৩৭)।

 

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলা থেকে চুরি যাওয়া ভ্যানসহ দুইজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার উপজেলা চত্বরের আশপাশ থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান চুরি হয়। ভ্যানটি ফিরে পাওয়ার আশায় মালিক থানায় একটি লিখিত অভিযোগ দেন। তার সূত্র ধরে সিসি টিভির ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত করা হয়। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন ভ্যানটি তারা কিনেছেন।  

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, মহম্মদপুর সদর উপজেলা থেকে চুরি যাওয়া ভ্যানসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এরা দুইজন ভ্যানটির ক্রেতা বলে জানা গেছে। তবে প্রকৃত ভ্যান চোরকে আটক করতে পুলিশি অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।