ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬ কেজি গাঁজাসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানসহ রনি মিয়া খন্দকার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে জেলা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা খেয়াবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রনি ওই ইউনিয়নের মৃত আলম খন্দকারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটুরা খেয়াবাড়ী এলাকা থেকে পিকআপভ্যান ও ৪৬ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।