ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

পূবাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
পূবাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ছবি প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে খোকন মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকালে টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত খোকন মিয়া পূবাইলের বসুগাঁও এলাকার রুস্তম আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূবাইল কলেজ গেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে খোকন মিয়া হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। একই সময় আরেকটি ট্রেন বিপরীত দিকে যাচ্ছিল। এতে খোকন মিয়া দুই ট্রেনের মাঝখানে থেকে একপাশে সরে যাওয়ার চেষ্টা করেন। তখন একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যানা তিনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, পূবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। ঘটনার পর স্বজনরা ঘটনাস্থল থেকে তারা মরদেহ নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪০, আগস্ট ১, ২০২২
আরএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।