ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জসিম উদ্দীন

মেহেরপুর: মারধরের মামলায় মেহেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দীনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

জসিম উদ্দীন মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২ আগস্ট) দিনগত মধ্যরাতে পুলিশ জসিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

মারাধরের অভিযোগে জিআর ৪৭/১৬ নম্বর মামলায় জসিমকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জসিম পলাতক ছিলেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এএসআই) শাকিলের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

গ্রেফতার জসিমকে বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।