ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সরিষাবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
সরিষাবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু  ফাইল ছবি

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে তারা মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে।

তারা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।  

স্থানীয়দের বরাত দিয়ে আওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেল্লাহ হোসেন জানান, গত কয়েকদিন ধরেই জেলার সব স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকেই এ উপজেলার সব স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। দুপুরে বৃষ্টির মধ্যে তারা মিয়া গৃহপালিত পশু ছাগলের জন্য পাট পাতা আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাকান্দি যমুনা সারকারখানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।