ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
খুলনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ

খুলনা: খুলনা জেলায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি কাজের স্বার্থে ভূমি অধিগ্রহণ করা হয়। এ ক্ষতিপূরণের টাকা ভূমির মালিকদের নিজের কাজে লাগাতে হবে। যার নামে যত টাকার চেক ইস্যু করা হয়েছে, সেই পরিমাণ টাকাই ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে।  

তিনি বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অথবা ক্ষতিপূরণের এল এ চেক পাওয়ার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলে অবশ্যই জেলা প্রশাসনকে জানাতে হবে। ক্ষতিপূরণের অর্থ বিতরণের ক্ষেত্রে কোনো অবৈধ লেনদেন সহ্য করা হবে না। অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ১৩ জনের মধ্যে ৫৩ লাখ ৭৫ হাজার ৮৭০ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোছা. শাহানাজ পারভীন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।