ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

ফেনী: ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে তেল, সার এবং ওষুধসহ দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

শনিবার (০৬ আগস্ট) সকালে কৃষি উন্নয়ন পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

অ্যাডভোকেট খুরশিদ আলমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাচ্চু ইসলাম, অ্যাডভোকেট সমীর করসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে তারা বলেন, মানুষের জীবিকার খরচ বেড়েছে কিন্তু আয় বাড়েনি। প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে। এসব দাম দ্রুত কমানোর দাবি জানান তারা।

এদিকে শুক্রবার (৫ আগস্ট) রাত থেকেই কার্যকর হয়েছে সরকার ঘোষিত ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের নতুন দাম। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রলে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা তেলের দাম ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।