ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুরায় তাজিয়া মিছিল নিষিদ্ধ করল আরএমপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
আশুরায় তাজিয়া মিছিল নিষিদ্ধ করল আরএমপি

রাজশাহী: পবিত্র আশুরায় মঙ্গলবার (৯ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন এলাকায় তাজিয়া, শোক বা পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে।  এ মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে আরএমপি।

সোমবার (৮ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আশুরায় রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই দিন আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য এবং অন্য ক্ষতিকর দ্রব্যাদি বহন নিষিদ্ধ।

আশুরার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সমাবেশ অংশগ্রহণকারীদের করোনা পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য এবং অসুস্থ ব্যক্তিদের অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।