ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

ফুটপাতে খিচুড়ির ভ্যানে গাঁজা, গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, আগস্ট ১২, ২০২২
ফুটপাতে খিচুড়ির ভ্যানে গাঁজা, গ্রেফতার ১

ঢাকা: রাজধানী উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশের সড়ক থেকে মিলন ভান্ডারী (৩৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ( ১১ আগস্ট) দিনগত রাতে খিচুড়ির ভ্যানের আড়ালে গাঁজা বিক্রির সময় মিলনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস গাঁজার পুরিয়া জব্দ করা হয়।  

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এই মিলন পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য কৌশলে তিন চাকার ভ্যানে করে খিচুড়ি বিক্রির নামে মাদক কারবার করতেন তিনি।  তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১২ আগস্ট, ২০২২
এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।