ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাঁকড়া আহরণ, ৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাঁকড়া আহরণ, ৬ জেলে আটক

সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী সংলগ্ন আঠারোবেকি খাল থেকে ৪০ কেজি কাঁকড়া, দুটি নৌকা ও ৪০টি আটনসহ ছয় জেলেকে আটক করা হয়েছে। বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের  রউফ মোড়ল, মো. রাসেদুল মোল্লা, কয়রা উপজেলার সহিদুল সরদার, মো. সাহেব আলি সরদার, মেহেদি হাসান ও মো. আব্দুর রশিদ।

স্মার্ট পেট্রোল টিম-১ এর নেতা ফরেস্টার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত টহলকালে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের অপরাধে ছয় জেলেকে আটক করে কাছিকাটা টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।