ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেবহাটায় ট্রাকচাপায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
দেবহাটায় ট্রাকচাপায় কৃষক নিহত প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদী থেকে উত্তোলনকৃত বালু আনা-নেওয়ার কাজে নিয়োজিত ট্রাকের চাপায় আবুল কালাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার সখিপুরস্থ টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আবুল কালাম সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন ক্ষেতে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে দেবহাটায় বালু নিতে আসা (খুলনা মেট্রো -ট-১১-২১৩১) একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরেই ট্রাকচালক গাড়ি থামিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে সখিপুর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।