ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে মাকে পেটানোয় মাদকসেবী ছেলের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, আগস্ট ১৭, ২০২২
সৈয়দপুরে মাকে পেটানোয় মাদকসেবী ছেলের জেল

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে মাদক সেবন এবং মাকে মারধর করায় হায়দার আলী (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৭ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন এ সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী ক্যাম্পের বাসিন্দা মো. আশরাফ আলীর ছেলে হায়দার আলী (২২)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রকাশ্যে মাদক সেবন করে মাকে মারধর করছিলেন। খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে হায়দার আলীকে হাতেনাতে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মফিজুল হক জানান, হায়দার আলীকে বিকেলেই নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ